সিলেট ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

বিপদ সীমা ছাড়িয়েছে কুশিয়ারার পানি, সিলেটে বন্যার আশঙ্কা-

Tareq Chowdhury
প্রকাশিত আগস্ট ২১, ২০২৪, ১১:৪৫ অপরাহ্ণ
বিপদ সীমা ছাড়িয়েছে কুশিয়ারার পানি, সিলেটে বন্যার আশঙ্কা-
স্টাফ রিপোর্টার: মোহাম্মাদ তারেক জাহান চৌধুরী
সিলেটে প্রবল বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে নদনদীর পানি দ্রুত বাড়ছে। ইতিমধ্যে কুশিয়ারা দুই পয়েন্টে বিপৎসীমা ছাড়িয়েছে। ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী ২৪ ঘন্টায়।
এ অবস্থায় আবারও বন্যার শঙ্কায় শঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। ইতিমধ্যে সিলেট বিভাগের দুই জেলা মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সিলেটে বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় ১৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দুপুর ১২টার পর বৃষ্টিপাতের পরিমাণ আরও কমে এসেছে। তবে বাড়ছে সিলেটের বিভিন্ন পয়েন্টের নদ-নদীর পানি। এর মধ্যে কুশিয়ারা নদীর পানি দুটি পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে।
সুরমার পানি এখনো সব পয়েন্টে বিপৎসীমার নিচে থাকলেও বাড়ছে। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কুশিয়ারার পানি আমলশীদ পয়েন্টে বিপৎসীমার ৬ ও শেরপুর পয়েন্টে বিপৎসীমার ৬ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, আগামী শুক্রবার পর্যন্ত সিলেটসহ দেশের কয়েকটি অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে সিলেটে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিপূর্বে কয়েক দফা বন্যা পরিস্থিতি মোকাবেলা করেছেন সিলেটবাসী। পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ জানান, সিলেট অঞ্চলে বৃষ্টিপাত কমে এলেও বন্যা পরিস্থিতি নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। কারণ, উজানে ভারতে বৃষ্টি কমলে তবেই সিলেট বন্যার শঙ্কামুক্ত হতে পারে।