সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিএনপির ৪ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৩, ০৪:০৬ অপরাহ্ণ
বিএনপির ৪ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

ডেস্ক নিউজঃ এবারের কর্মসূচিতে বিএনপি পদযাত্রাসহ গণমিছিলও রেখেছে। এর বাইরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এবং লিফলেট বিতরণ করবে দলটি।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে চার দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেন তিনি।

রুহুল কবির রিজভী জানান, ১৬ আগস্ট বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশে মহানগর জেলা উপজেলা দোয়া মাহফিল। ১৭ আগস্ট বেগম জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে সারাদেশে জেলা ও মহানগরে লিফলেট বিতরণ। একদফা দাবি আদায়ে যুগপৎ ধারায় ১৮ আগস্ট ঢাকা মহানগরসহ সকল মহানগরে গণমিছিল কর্মসূচি পালন করা হবে।

এবং ১৯ আগস্ট জেলা ও মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করবে বলে জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।