সিলেট ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিক্ষার্থীদের মশাল মিছিল: কোটার সংস্কার দাবিতে উত্তাল সিলেট

admin
প্রকাশিত জুলাই ১৩, ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ণ
শিক্ষার্থীদের মশাল মিছিল: কোটার সংস্কার দাবিতে উত্তাল সিলেট

সিলেট: কোটার সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের উদ্যোগে এক বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা ৬ টায় কেন্দ্রীয় শহীদ মিনার, চৌহাট্টা, সিলেটে শিক্ষার্থীবৃন্দ, সিলেটের আয়োজনে এই মিছিল শুরু হয়। মিছিলে অংশগ্রহণকারীরা রাষ্ট্রের মরিচা দূর করে কোটার সংস্কারের দাবিতে একত্রিত হয়ে শ্লোগান দেন এবং সংহতির প্রদর্শন করেন। “কোটা সংস্কার চাই” স্লোগানকে সামনে রেখে সকল শ্রেণির বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবার অঙ্গীকার করেন।

আন্দোলনের আয়োজকরা জানান, কোটার সংস্কার ছাড়া শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। তাদের মতে, সমতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে বর্তমান কোটা ব্যবস্থার পরিবর্তন অপরিহার্য।