বিগত দেড় দশকে সিলেট জেলায় আশঙ্কাজনক হারে বেড়েছে ভারতীয় ‘তীর শিলং’ নামক জুয়া। দিনমজুর থেকে শুরু করে শিক্ষার্থীদের মধ্যেও এর বিস্তার বেড়েছে। আর এর মাধ্যমে অর্থ পাচার হয়ে যাচ্ছে ভারতে। তাই এই খেলাটিকে আনুষ্ঠানিক সিলেটে নিষিদ্ধ ঘোষনা করেছে নির্দেশনা জারি করেছেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সারোয়ার আলম।
এক লিখিত আদেশে জেলা ম্যাজিস্ট্রেট বলেন যেহেতু, সাম্প্রতিক সময়ে সিলেট জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে তীর খেলার নামে অনলাইন জুয়ার সাথে জড়িত হওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, এবং যেহেতু উক্ত খেলার সাথে জড়িত হওয়ার ফলে সামাজিক বিশৃঙ্খলা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সেহেতু, সিলেট জেলায় তীর খেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হলো। এ আদেশ অমান্য করা হলে তীর খেলার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ আদেশ সরকারি আদেশ হিসেবে গণ্য হবে।