সিলেট ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত

admin
প্রকাশিত আগস্ট ২১, ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ণ
ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত

কাওছার আদিল চৌধুরী ফ্রান্স:

ফ্রান্সের রাজধানী প্যারিসের গারদুন্থ নর্থ এলাকায় লেখক পাঠক ও বই প্রেমীদের মিলনমেলায় উদযাপিত হল দুই দিনব্যাপী প্যারিস আন্তর্জাতিক প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা ও বাংলা উৎসব । গত শনি ও রবিবার পুরো দিনব্যাপী প্যারিসের চেইন ডেনিস মেরির হলে অনুষ্ঠিত হয় বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা বই নিয়ে দিনব্যাপি মেলার আয়োজন করে প্যারিস থেকে প্রকাশিত বাংলা পত্রিকা প্যারিস টাইমস। মেলায় লেখক আড্ডা, কবিতা পাঠ, গানের পাশাপাশি দেশীয় বিভিন্ন রকমের খাবারের স্টল ছিল মেলা প্রাঙ্গনে। মেলা ফ্রান্স প্রবাসী সহ বিভিন্ন দেশের বইপ্রেমীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যারিস টাইমসের প্রকাশক কাজী এনায়েত উল্লাহ, লেখক নয়ন এন্ কে, শিকুয়া বাঙালি অ্যাসোসিয়েশনের সভাপতি স্বরূপ সৌদিউল, প্যারিস টাইমস পত্রিকার সম্পাদক সালাউদ্দিন , পুথি পাঠক কাব্য কামরুল সহ আরো অনেকে।