সিলেট ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নির্বাচিত সরকার পুনঃপ্রতিষ্ঠাই এখন সময়ের দাবি: বিএনপি নেতা মাহবুব চৌধুরি।

admin
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৪, ০৫:৫২ অপরাহ্ণ
নির্বাচিত সরকার পুনঃপ্রতিষ্ঠাই এখন সময়ের দাবি: বিএনপি নেতা মাহবুব চৌধুরি।

আওয়াজ ডেস্ক: সুনামগঞ্জ ২ আসন দিরাই-শাল্লায় সংসদ সদস্য প্রার্থী, ছাত্রদলের প্রাক্তন কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী বিএনপি নেতা জনাব মাহবুব চৌধুরি শনিবার ২৬ অক্টোবর বিকেলে দিরাই পৌর সদরে রাস্ট্রকাটামো সংস্কারে বিএনপির ৩১ দফার লিফলেট সর্বস্তরের ছাত্র জনতা, ভোটার, ব্যবসায়ীদের হাতে তুলে দেন। এসময় তিনি বলেন, ছাত্র জনতার এই ত্যাগ বিফলে চলে যাবে যদি আমরা বৈষম্যহীন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলতে না পারি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকারী তরুণ প্রজন্ম আরো ৫০ বছর আওয়ামীলীগকে প্রতিহত করবে। দ্রব্যমূল্যের উধ্বর্গতিতে আওয়ামী লীগের প্রেতাত্মারা জড়িত, মানুষ আর সহ্য করতে পারছে না, বাজারের সিন্ডিকেট দ্রুত ভাঙ্গতে হবে। গরীব মানুষের কথা কেউ ভাবছেনা। বিএনপি সরকার গঠনে করলে দুই উপজেলার ১৩ টি ইউনিয়নের সবকটি গ্রামের মানুষের আর্থিক সমৃদ্ধির জন্য কার্যকর প্রকল্প বাস্তবায়ন করা হবে। আধুনিক চিকিৎসা সহ সেবাগুলো কে নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। সবাই সাধ্যমতো ব্যবসা করবে ও মেধায় চাকরি করবে এরকম একটি বৈষম্যহীন নিরাপদ মানবিক সাম্যের পরিবেশ তৈরি করা হবে। নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে, আনুপাতিক নয় আসন ভিত্তিক নির্বাচন পদ্ধতি বহাল রাখতে হবে। বিএনপির ৩১ দফায় সংস্কারের রূপরেখা রয়েছে। এসময় কর্মসূচিতে আরো ছিলেন মুরাদ চৌধুরি, আমিরুল চৌধুরি, আলেক উদ্দিন, বদরুল তালুকদার, মোং মাহি তালুকদার, তারেক তালুকদার, বেলাল হাসান, হাবিব মিয়া, আব্দুর রাকিব, চাদনুর মিয়া, সাগর তালুকদার, জোসেফ আহমেদ, তানবির আহমদ, বাইজিদ মিয়া, মাহিন তালুকদার, আমজাদ হোসেন, রায়হান মিয়া প্রমুখ।

 

For more information

আরো দেখুন|