আওয়াজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নইমুল হক (৫২) নামের একজন নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত মইনুল হকের ভাই আবু মিয়া বাদী হয়ে প্রতিপক্ষের ৪৯ জনের বিরুদ্ধে রোববার রাতে দিরাই থানায় মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক।
দিরাই থানা পুলিশ সুত্রে জানা যায়, গত শুক্রবার জমআ’র নামাজের পর উপজেলার মাতারগাও গ্রামের মসজিদের পাশের একখন্ড খাস জমি নিয়ে মকবুল আলম ও সামসুল হকের লোকজনের মাঝে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিতে সামসুল হক পক্ষের নইমুল হক ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আবু মিয়া (৫০), তাওহীদ মিয়া (১৯) গুলিবিদ্ধসহ উভয়পক্ষের আহত হন অন্তত ২০ জন। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সংঘর্ষে হতাহতের ঘটনায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে দিরাই থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, খাস জমির দখল নিয়ে গ্রামের দুই পক্ষের লোকেরা শুক্রবার জুমার নামাজের পর সংঘর্ষে লিপ্ত। সংঘর্ষে নিহতের ঘটনায় ৪৯ জনের বিরুদ্ধে দিরাই থানায় মামলা রুজু করা হয়েছে।
For more information
আরো দেখুন|