স্টাফ রিপোর্টার: সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচার সরকার গতকাল দেশ ছেড়ে পালিয়েছে। দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচার সরকার পতনের পর সিলেটসহ সারা দেশের জনতা আনন্দের জুয়ারে ভাসছেন। কিন্তু বিজয় উদযাপনের মুহূর্তে স্বৈরাচার সরকারের রেখে যাওয়া কিছু দোসর সিলেটসহ সারা দেশে তান্ডব চালাচ্ছে। মানুষের বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ চালাচ্ছে।
এতে বিএনপি বা আমাদের অঙ্গ-সংগঠনের কেউ জড়িত নন। বিষয়টি আমরা বুঝতে পেরে, গতকাল থেকে সিলেট জেলা ও মহানগর বিএনপি বিভিন্ন টিমে বিভক্ত হয়ে কাল থেকে তাণ্ডবকারীদের আমরা ঠেকাচ্ছি। এ বিষয়ে আমরা সাংবাদিকদের সহযোগিতা চাইছি।
মঙ্গলবার (৬ আগস্ট) সিলেট মহানগরের কুমারপাড়াস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এতে কাইয়ুম চৌধুরী আরও বলেন- ইলিয়াস আলীসহ বিএনপির গুম হওয়া নেতা-কর্মীদের অবিলম্বে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। এছাড়া কারাবন্দী সকল নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দাবি করেন তিনি।