অনলাইন ডেস্ক: গত ৫ আগষ্ট শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে কোন খোঁজ মিলছিল না সিলেট সিটি কর্পোরেশনের সদ্য অপসারিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর। নির্ভরযোগ্য সূত্রমতে তিনি ভারত হয়ে ইতিমধ্যে বৃটেনে পাড়ি জমিয়েছেন। এর মধ্যেই তিনি এক অজ্ঞাত স্থান থেকে ফেইসবুক লাইভে এসে অন্তর্বর্তীকালিন সরকারের কড়া সমালোচনা করেছেন। লাইভে তিনি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী সম্বোধন করে তিনি তার বক্তব্য দেন। যদিও ৫ আগস্ট ছাত্র-জনতার অভূত্থ্যানের মধ্যদিয়ে প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এটি নিয়ে এখন তোলপাড় চলছে।
শনিবার বিকাল ৫টার দিকে ভার্চুয়াল মাধ্যম ফেসবুক লাইভে ১৮ মিনিট কথা বলেছেন সাবেক এই মেয়র।
আনোয়ারুজ্জামানের ১৮ মিনিটের বক্তব্যে আওয়ামী লীগ ও শেখ হাসিনার গুণগান এবং বর্তমান সরকারের প্রতি দোষারূপ ছাড়া আর কিছু ছিলো না। বক্তব্যে তিনি সিলেট ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তবে তিনি বর্তমানে কোথায় আছেন সেটি বলেননি।
এদিকে, আনোয়ারুজ্জামানের লাইভের কমেন্টে ঘরে নেটিজেনরা তার দিকেই বেশি নেতিবাচক মন্তব্যের তীর ছুঁড়ে দেন। অনেকেই জিজ্ঞেস করছেন- তিনি এখন কোথায় আছেন। সিলেটে নেই কেন? কিন্তু আনোয়ারুজ্জামান এসব প্রশ্নের কোনো উত্তর দেননি।
উল্লেখ্য, সিলেটসহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়। তাদের অপসারণের পর সব সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের নির্শেশে মেয়র আনোয়ারুজ্জামানের বদলে সিলেটের বিভাগীয় কমিশনার সিসিক প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।
For more information
আরো দেখুন|
Summary
Article Name
ফেসবুক লাইভে কি বললেন আনোয়ারুজ্জামান?
Description
শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে কোন খোঁজ মিলছিল না সিলেট সিটি কর্পোরেশনের সদ্য অপসারিত মেয়র আনোয়ারুজ্জামান...
Author
sylheterawaz
Publisher Name
sylheterawaz
Publisher Logo