এ উপলক্ষে চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশানভবনে রবিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সংগঠনের সহসভাপতি দৈনিক আজাদী সম্পাদক একুশে পদকপ্রাপ্ত এম এ মালেকের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধানঅতিথি ছিলেন রোটারি জেলা গভর্নর ইঞ্জিনিয়ার মো.মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন পিডিজি আবু ফয়েজ খান চৌধুরী।
সংগঠনের সেক্রেটারি ইঞ্জিনিয়ার কামালুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সভাপতি ডা.মঈনুল ইসলাম মাহমুদ, সহসভাপতি প্রফেসর ডা. ইমরান বিন ইউনুস, আমির হুমায়ন চৌধুরী, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার আলী আহমদ, জয়েন্ট সেক্রেটারি এমদাদুল আজিজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ডা.আবুল কাসেম, তথ্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শাহজাহান, কার্যনির্বাহী কমিটির সদস্য হাবিব মহিউদ্দিন,ওমর আলী ফয়সাল, সাজ্জাদ মোহাম্মদ চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথি জেলা গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান বলেন, “রোটারিয়ানেরা সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করেন। চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সাথে রোটারি জেলা ৩২৮২ এর সম্পৃক্ততার মাধ্যমে মানবসেবার নতুন দিগন্ত সূচিত হলো। বর্তমান রোটারি বর্ষের মধ্যে ২৫টি ডায়ালাইসিস মেশিন প্রদানসহ একটি পূর্ণাঙ্গ রোটারি ডায়ালাইসিস সেন্টার করার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও যোগ করেন- গভর্নর না থাকলেও তিনি রোটারিয়ান হিসেবে আমৃত্য কিডনি ফাউন্ডেশনের জন্যে কাজ করে যাবেন।”
বিশেষ অতিথি পিডিজি আবু ফয়েজ খান চৌধুরী তাঁর চেঞ্জমেকার প্রেসিডেন্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, “চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের বিষয়টি আরও আগে জানলে ৬টি ডায়ালাইসিস মেশিন দিতে পারতাম। তারপরও আজ রোটারির গ্লোবাল গ্রান্টের মাধ্যমে দুটি ডায়ালাইসিস মেশিন দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।”
সংগঠনের সভাপতি ডিজিএন ডা.মইনুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে এম এ মালেক বলেন, আমরা যারা সৌভাগ্যবান ব্যক্তি তাদের উচিত সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করা। সকলের দানে ও সহযোগিতায় চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনকে এগিয়ে নিতে আমৃত্য কাজ করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ডায়ালাইসিস মেশিন হস্তান্তর অনুষ্ঠানে ২০২১-২২ রোটারিবর্ষের চেঞ্জমেকার প্রেসিডেন্টদের মধ্যে উপস্থিত ছিলেন পিপি রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার প্রবীর চন্দ্র সাহা, পিপি রোটারিয়ান অ্যাডভোকেট আশিষ কুমার দত্ত, পিপি রোটারিয়ান প্রফেসর ডা.মো.বদরুদৌজা, পিপি রোটারিয়ান শামসুল আলম রিপন পিপি রোটারিয়ান এস এম এ আজিজ, পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার বেলাল হোসেন চৌধুরী, পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার সৈয়দ জুলফিকার আলী নোমান, পিপি রোটারিয়ান শিমুল বড়ুয়া, পিপি রোটারিয়ান জান্নাতুল ফেরদাউস, পিপি রোটারিয়ান মোহাম্মদ আবদুর রহিম।