আওয়াজ ডেস্ক: গ্রেফতার এড়াতে হোটেলে অবস্থান নিয়েছিলেন সাবেক দুই সিটি কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা। কিন্তু হোটেলে লুকিয়েও রেহাই পেলেন না তাঁরা। বিদেশি পিস্তলসহ তাদের গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন ময়মনসিংহ মহানগর আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক সাগর (৩৮) এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওমর ফারুক সাবাস (৩৭)।
রোববার (২৭ অক্টোবর) ভোররাতে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। বিগত ৫ আগস্টের পর থেকে তারা পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের পালিয়ে থাকার অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র উদ্ধার আইনে মামলা হয়েছে।