আওয়াজ ডেস্ক: সবশেষ ২০০১ সালে কোপা আমেরিকার ফাইনাল খেলেছিল কলম্বিয়া। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই শেষে সেবারই শিরোপা উৎসব করেছিল দেশটি। ২৩ বছর ফের শ্রেষ্ঠত্বের মঞ্চে উঠেছে তারা। এবার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে উড়িয়ে উল্লাসে মাতার অপেক্ষায় কলম্বিয়ানরা।
সোমবার (১৫ জুলাই) ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে শিরোপা জয়ের মিশনে নামবে কলম্বিয়া। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি।
এদিকে ফাইনালকে ঘিরে আশার সঞ্চার করছেন দেশটির ভক্ত–সমর্থকরা। তাই তো ফাইনালের দিন নাগরিক ছুটি ঘোষণা করেছেন দেশটির সরকার প্রধান গুস্তাভো পেত্রো।
সম্প্রতি জাতিসংঘের এক শান্তি মিশনে নিউইয়র্কে গিয়েছিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। সেখানে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
কলম্বিয়ার প্রেসিডেন্টের ভাষ্য, ‘কলম্বিয়ার জাতীয় দল একতার প্রতিনিধিত্ব করে, সংঘাত কিংবা মেরুকরণের নয়। কলম্বিয়ার পতাকাও একতার প্রতীক। তাই আমরা সোমবার, জয়ের দিনে নাগরিক ছুটির দিন উদযাপন করব।’
পেত্রো আরও বলেন, ‘বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটিকে আমি উৎসাহ দিচ্ছি কর্মীদের নিয়ে একসঙ্গে কলম্বিয়ান ঐক্য উদযাপন করার জন্য। সরকারি এবং বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান এদিন তাদের কর্মীদের আনন্দ করার সুযোগ করে দেবে। এক হয়ে থাকা যে সম্ভব, চলুন সেটা বিশ্বাস করি।’
For more information
আরো দেখুন|
Summary
Article Name
ফাইনালকে ঘিরে কলম্বিয়ায় নাগরিক ছুটি ঘোষণা
Description
সবশেষ ২০০১ সালে কোপা আমেরিকার ফাইনাল খেলেছিল কলম্বিয়া। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই শেষে সেবারই শিরোপা উৎসব করেছিল দেশটি...
Author
sylheterawaz
Publisher Name
sylheterawaz
Publisher Logo