কোম্পানীগঞ্জ প্রতিনিধি: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্যে কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত মানববন্ধন পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার)। শিক্ষক জিয়াউর রহমান মিজানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা।
বক্তব্য দেন এম.সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুর্শেদ আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, পুর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খাঁয়ের, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকবর রেদওয়ান মনা, সাংবাদিক কবির আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা স্কাউটস সম্পাদক আমিনুর রহমান জসিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন, কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক আবদুল্লাহ, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম জেসমিন, শিক্ষক মাসুক মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার যুগ্ম সদস্য সচিব সিদ্দিকি আবুল আলা, আদনান সোহাগ প্রমুখ।